
বলিউডের জনপ্রিয় এক অভিনেতা রণবীর কাপুর। অনেকের কাছে চকলেট বয় হিসেবে পরিচিত। সুদর্শন এই নায়ক হাজারও নারী ভক্তের ক্রাশ। কিন্তু রণবীরের কাপুরের ক্রাশ কে জানেন?
ভারতের দক্ষিণী সিনেমার একটি অ্যাওয়ার্ডে অনুষ্ঠানে উপস্তিত হয়েছিলেন রণবীর কাপুর। সেই অনুষ্ঠানে তার ক্রাশ কে তা নিয়ে কথা বলেন তিনি। রণবীর বলেন, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অনেকে নায়িকা রয়েছেন, যাদের সঙ্গে আমি কাজ করতে ইছুক। কিন্তু ‘বাহুবলি’ সিনেমা দেখার পর, অনুশকা শেঠির ওপর ক্রাশ খেয়েছি আমি। সুযোগ পেলে আমি অবশ্যই তার সঙ্গে সিনেমায় কাজ করব।”

রণবীর কাপুর-আলিয়া ভাট
ব্যক্তিগত জীবনে অনেক নারীর সঙ্গেই রণবীরের কাপুরের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। এই তালিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোনের মতো তারকা অভিনেত্রীও। সাম্প্রতিক সময়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে জুটিয়ে প্রেম করছেন রণবীর কাপুর। তবে এই জুটির (রণবীর-আলিয়া) বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে।
জনপ্রিয় এই অভিনেতার ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় তার অভিনিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি। এই সিনেমায় আলিয়া ভাটের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর কাপুরের। এছাড়াও ‘শমশেরা’ ও লাভ রঞ্জনের একটি সিনেমায় অভিনয় করছেন এই অভিনেতা।