
দীর্ঘদিন যাবত লুকিয়ে লুকিয়ে প্রেম করেছেন টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী এবং চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি। বহুবার সমালোচনার মুখে পড়েছিলেন এ যুগল। কারণ শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে প্রেম করার আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউডের আরেক অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে।
সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালে বিয়ে করেন রাজ-শুভশ্রী। এরপর থেকে দুই নায়িকার মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। তবে রাজ – শুভশ্রীর পুত্র যুবানের জন্মের পর তাদের মধ্যে অভিমান কিছুটা কমে যায়। এদিকে হঠাত করে শুভশ্রী গাঙ্গুলির ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা হয়েছে মিমির ছবি।
হঠাৎ প্রাক্তন প্রেমিকের স্ত্রীর পোস্টে মিমির ছবি কেন? নেটিজেনদের এই প্রশ্ন নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল । এই ছবির কারণ ব্যাখ্যা করে ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি একটি বিজ্ঞাপনের ফটোশুট করেন শুভশ্রী-মিমি সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী । ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে আছেন মিমি-শুভশ্রী। তাদের পরনে রয়েছে লেহেঙ্গা। আর তারা একসঙ্গে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন।
সর্বশেষ, দুই বছর আগে একটি মিউজিক ভিডিওতে মিমি ও শুভশ্রীকে এক ফ্রেমে দেখা গিয়েছিলো । সেই ভিডিওর মধ্যমণি ছিলেন নুসরাত জাহান। তবে রাজ চক্রবর্তী জানান যে, তারা একসঙ্গে শুটিং করেনি, আলাদাভাবে তাদের শুটিং করা হয়েছে। পোস্ট প্রোডাকশনের কারসাজিতে সেই গানটিতে তাদেরকে একসঙ্গে পাওয়া যায়।
গত ১২শে সেপ্টেম্বর রাজ-শুভশ্রীর ঘরে আসে পুত্রসন্তান যুবান। এরপর মিমি চক্রবর্তী প্রাক্তন প্রেমিকের সন্তানের জন্য উপহার পাঠিয়েছিলেন । মিমি চক্রবর্তীর সেই উপহারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি।

শুভশ্রী গাঙ্গুলি ও মিমি চক্রবর্তী
রাজ-চক্রবর্তী নির্মিত সিনেমা ‘বোঝে না সে বোঝে না’। এঈ সিনেমায় সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছিলেন মিমি চক্রবর্তীর। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল, বিশেষ করে এই সিনেমার গানগুলো ব্যাপক সাড়া ফেলেছিল। আর এই সিনেমায় অভিনয় করতে গিয়েই নির্মাতা রাজের চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মিমি চক্রবর্তী ।
মিমির আগমনে রাজের জীবনে প্রস্থান ঘটে অভিনেত্রী পায়েল সরকারের। এরপর রাজ-মিমির প্রেমের সম্পর্ক টলিউড ইন্ডাস্ট্রিতে ব্যাপক আলোচিত হয়েছিল । এরপর ২০১৬ সালে এ প্রেমিক জুটির বিচ্ছেদের খবর আলোচিত হয়েছিল । বিষয়টি স্বীকারও করেন তারা।