লকডাউনের নিয়ম ভেঙে চলছে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং

indiang bangla serial-bdfoorti

করোনা-বিধি যথাযতভাবে অনুসরন না করে ভারতীয় বাংলা টেলিভিশন সিরিয়ালের শুটিং করতেছেন নির্মাতারা। শুধু তাই নয়, ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংও করছেন বলে অভিযোগ রয়েছে। ভারতীয় একটি গনমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

গনমাধ্যমটির এক বিবৃতিতে জানানো হয়েছে যে, করোনা মহামারির কারণে জরুরি পরিষেবা ছাড়া অন্য সব কাজ কিছু দিনের জন্য বন্ধ রাখতে হবে এমন একটি নির্দেশ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেই নির্দেশনার আওতায় টেলিপাড়াও পড়ে। কিন্তু পরিচালক, প্রযোজকরা সে কথা না মেনে ইচ্ছামতো শুটিং করে চলেছে। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য অভিনেতারা ও কর্মকর্তারা করোনায় আক্রান্ত হলে তার দায় কে নেবেন?

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস মিডিয়ায় বলেন- এই লকডাউনে বাসার বাইরে শুটিং করা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করা নয়?

আর্টিস্ট ফোরামের যুগ্ম সহকারি সম্পাদক দিগন্ত বাগচী মিডিয়াকে বলেন, অন্যদের মতো আমরাও প্রথম থেকে শুটিং বন্ধ রাখার পক্ষে ছিলাম। কিন্তু পরে পরিচালক, প্রযোজক ও চ্যানেল কর্তৃপক্ষ ‘শুট ফ্রম হোম’ করার কথা বলে, তখন আমরা তাতে সমর্থন দিই। আর্টিস্ট ফোরামও বাইরে বেরিয়ে শুটিংয়ের পক্ষে না। ফেডারেশন যে অভিযোগ তুলেছে, তা যদি প্রমাণিত হয় তাহলে প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীদের জিজ্ঞাসাবাদ করে শুষ্ট পদক্ষেপ নেওয়া হবে।

ভারত করোনা সংকটের মধ্যদিয়ে দিন পার করছে। ব্যাত্তিক্রম নয় পশ্চিমবঙ্গও, এখানে আক্রান্ত ও মৃতের হার কম নয়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর করোনা আক্রান্তের হার আরো বেড়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পশ্চিমবঙ্গ সরকার শুটিংয়ের বিষয়ে কড়া নিষেধাজ্ঞা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *