১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২২ সেরা গেমিং ফোন

By | May 28, 2022

আপনি কি 15000 টাকা বাজেটের মধ্যে ভাল স্মার্টফোন খুঁজে চলেছেন তাহলে আপনার জন্য সুখবর হলো আজকের এই আর্টিকেলের মাধ্যমে বাজারে চলমান বেশকিছু ভালো মানের মোবাইল ফোনের তালিকা প্রকাশ করেছে। 15000 টাকার মধ্যে আপনি এখন স্যামসাং শাওমি রেডমি সহ প্রত্যেকটি জনপ্রিয় মোবাইল কোম্পানির এক বা একাধিক মডেলের ফোন দেশের বাজারে অফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে।

চলুন জেনে নেওয়া যাক 15 হাজার টাকা বাজেটের মধ্যে 2022 সালে কিনতে পারবেন এমন ভালো কিছু মোবাইলের দাম ও স্পেসিফিকেশন। আমরা আপনাদের জানানোর উদ্দেশ্যে এখানে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে যেখানে স্মার্টফোনগুলোর বিচারের পাশাপাশি দাম উল্লেখ করা হয়েছে। আপনাদের সুবিধার্থে আমরা বাজারের সেরা স্মার্টফোন গুলোর তালিকা এখানে অন্তর্ভুক্ত করেছে।

১৫ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২২

মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সর্বদা আমরা একটি বাজেট নির্ধারণ করি। একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ার কারণে অথবা কম বেতনের একজন চাকরিজীবী হিসেবে বর্তমানে আপনার একটি স্মার্টফোন অত্যন্ত জরুরী। এ অবস্থায় আপনি চাইবেন বাজারের সেরা ফোনটি কিনতে কিন্তু আপনার বাজেট মাত্র 15000 টাকা।

৮ হাজার টাকার মধ্যে সেরা ফোন

স্বল্পতার কারণে অনেক সময় আমাদের ফোন কেনার সমস্যা হয়ে থাকে আমরা আমাদের পছন্দের ফোনটা কিনতে পারিনা কিন্তু আপনাদের জন্য খুশির খবর হলো এই যে সম্প্রতি বাজারে কম দামে বেশকিছু নতুন মডেলের ফোন প্রকাশ পেয়েছে। বাজারে বর্তমানে প্রকাশিত যে সকল মোবাইল গুলো 15000 টাকার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে তার একটি তালিকা নিচের অংশে দেওয়া হয়েছে। সুতরাং আপনি নিচের তালিকা থেকে যেকোন মডেলের একটি ফোন ক্রয় করতে পারেন।

Realme C11

কম দামে মোবাইল ফোন লঞ্চ করতে রিয়েল মি কোম্পানির সর্বদা অন্যান্য ফোনের চেয়ে এক ধাপ এগিয়ে। বেশ কম্পিটিটিভ প্রাইসিং নিয়ে অধিকাংশ গুরুত্বপূর্ণ ফিচার প্রদান করে রিয়েলমি তাদের নতুন মডেলের একটি ফোন বাজারে প্রকাশ করল। রিয়েলমি সি 11 এই মডেলের ফোনটিতে আপনি পাচ্ছেন মিডিয়াটেক হেলিও g35, প্রসেসর তার সাথে রয়েছে পাঁচ হাজার মিলিয়াম্পেরে এবং 13 মেগাপিক্সেলের ক্যামেরা সহ বেশ কিছু সাদৃশ্য রয়েছে রিয়েলমি সি11 ও রেডমি 9 এর মধ্যে।

৯ হাজার টাকার মধ্যে সেরা ফোন

বরাবরের মতো রিয়েলমি এই নতুন মোবাইলটির প্রধান আকর্ষণ হিসেবে ক্যামেরা রেখেছে ফোনটিতে 13 মেগাপিক্সেলের এর একটি অসাধারণ ক্যামেরা ব্যবহার করা হলেও তা দিয়ে আপনি স্লো মোশন ভিডিও রেকর্ডিং করার যে নতুন ফিচার রয়েছে তা পাচ্ছেন। মোবাইল 3gb র্যাম 64gb ইন্টার্নাল স্তরেজ সমৃদ্ধ পাওয়া যাচ্ছে। আপনি যদি কিনতে চান তাহলে আপনাকে নগদ 8990 টাকা প্রদান করতে হবে।

Screenshot-2022-05-28-at-8-16-18-PM

Symphony Z40

শুধুমাত্র দাম বেশি হলে যে আকর্ষণীয় ফোন ডিজাইন থাকে তা একদম ভুল প্রমাণ করে দিয়েছে আমাদের তালিকার দ্বিতীয় স্থানে থাকা দেশের জনপ্রিয় ব্র্যান্ড সিম্ফোনি। সম্প্রতি মোবাইল কোম্পানিতে Z40 মডেলের একটি ফোন প্রকাশ করেছে যে ফোনটিতে অসাধারণ আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি যুক্ত হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা জাফরকে অন্যান্য মাত্রা যুক্ত করেছে।

১০ হাজার টাকার মধ্যে সেরা ফোন

অন্যদিকে মোবাইল তিন ক্যামেরা পেছনের অংশে 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রয়েছে। মিডিয়াটেক হেলিও g35 5000 এম্পিয়ার ব্যাটারী। 3gb রম 32gb ইন্টার্নাল স্তরেজ সমৃদ্ধ এই ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আপনি যদি এই মোবাইলটি কিনতে ইচ্ছুক তা হলে বাজারে দাম মাত্র 9990 টাকা রাখা হয়েছে।

Screenshot-2022-05-28-at-8-16-34-PM

Walton RX8 Mini

মাত্র 12000 টাকায় স্ন্যাপড্রাগন প্রসেসর তাও আবার 6।3 ফুল এইচডি ডিসপ্লের সাথে ওয়াল্টন আরএক্স মিনি এই মোবাইলটি বাজারে বর্তমানে প্রকাশ পেয়েছে। দেশের জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটন তাদের এ ফোনটি কোয়ালকম স্নাপড্রাগণ 660 প্রসেসর এর সাথে 4gb রম 64gb ইন্টার্নাল স্তরেজ প্রদান করছে।

১১ হাজার টাকার মধ্যে সেরা ফোন

ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে 3 হাজার 600 মিলি এম্পিয়ার এর ব্যাটারি কম বাজেটে গেমিং এর জন্য স্ন্যাপড্রাগন প্রসেসর এর ফোনের যারা খুঁজে চলেছেন তাদের জন্য এটা সেরা অপশন হবে বলে মনে করছে। ওয়াল্টন আরএক্স মিনি এসি কেনার জন্য আপনাকে 11999 টাকা প্রদান করতে হবে।

Screenshot-2022-05-28-at-8-16-52-PM

Techno Spark 7 Pro

সাধ্যের মধ্যে সবটুকু সড়কের প্রদান করতে টেকনো ব্র্যান্ডের সিরিজের নতুন একটি মোবাইল বাজারে প্রকাশ পেয়েছে। মোবাইল কেনার ক্ষেত্রে আপনার বাজেট যদি 15000 টাকা হয়ে থাকে তাহলে অসাধারণ ডিজাইনের এই মোবাইল ফোনটি আপনি পাচ্ছেন 48 মেগাপিক্সেলের ক্যামেরা। তার সাথে 90।6 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে অন্যান্য সকল ফোনের চেয়ে অসাধারণ কিছু।

১২ হাজার টাকার মধ্যে সেরা ফোন

টেকনো স্পার্ক 7 মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে হেলিও G80 অসাধারণ গেমিং স্মার্টফোন। তার সাথে রয়েছে 5000 মিলি এম্পিয়ার ব্যাটারী। ফোন 4 জিবি র্যাম 64 জিবি ইন্টারনাল স্টোরেজে পাচ্ছেন অন্যদিকে 6gb রেম এ মডেলের ক্রয় করতে হলে আপনাকে 14,990 টাকা প্রদান করতে হবে।

Screenshot-2022-05-28-at-8-17-14-PM

Infinix Note 8i

15000 টাকার মধ্যে 6 জিবি রেম 128 জিবি ইন্টারনাল স্টোরেজে পাশাপাশি একটি শক্তিশালী প্রসেসর নিয়ে আমাদের এই তালিকায় স্থান করে নিয়েছে ইনফিনিক্স এর নতুন একটি মোবাইল ফোন। ইনফিনিক্স নোট আই মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর। ফোনটির ডিজাইন ও বেশ আকর্ষণীয় ফোনটির punch-hole ডিসপ্লে ও সাউন্ড মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট ডিজাইনকে আরো বেশি নতুনত্ব দিয়েছে।

১৩ হাজার টাকার মধ্যে সেরা ফোন

ইনফিনিক্স নোট আই ফোনের ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ যেখানে 5200 মিলি এম্পিয়ার এর ব্যাটারি চার্জ করার জন্য 18 ওয়াট এর ফাস্ট চার্জার। 15 হাজার টাকা বাজেটের মধ্যে যারা একটি অসাধারণ ফোন খুঁজে চলেছেন তাদের জন্য এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে মনে করে। এই মডেলের ফোন করার জন্য আপনাকে 14990 টাকা নগদ গুনতে হবে।

Screenshot-2022-05-28-at-8-17-20-PM

Redmi 9 

মোবাইল কেনার বাজেট যদি আপনার 15000 টাকা হয় তাহলে রেডমি নাইন ফোন টি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি অপশন হতে পারে। 15000 টাকার মধ্যে পারফেক্ট ফিচার এই স্মার্টফোনটি ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও g70 প্রসেসর আর 5020 মিলি এম্পিয়ার ব্যাটারী।

যেকোনো ধরনের ব্যবহারকারী চাহিদা পূরণ করতে সক্ষম এছাড়াও এতে আপনি 4 জিবি র্যাম ও 64 জিবি ROM সমৃদ্ধ এই মোবাইলটি ফিচারে কোন কমতি রাখা হয়নি। বাজার থেকে ফোনটি ক্রয় করতে আপনাকে 14999 টাকা প্রদান করতে হবে।

Screenshot-2022-05-28-at-8-17-27-PM

১৪ হাজার টাকার মধ্যে সেরা ফোন

ওপরের অংশে আমরা যে সকল স্মার্ট ফোন সম্পর্কে আলোচনা করেছি তার বেশিরভাগ এর দাম 15000 টাকার মধ্যে। সুতরাং আপনি আপনার পছন্দ মত যে কোন মডেলের স্মার্টফোনের বাজার থেকে অফিশিয়াল ভাবে ক্রয় করতে পারেন। মোবাইল কোম্পানিগুলো যেকোনো সময় তাদের পণ্যের দাম বাড়াতে ও কমাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *