
টেলিটক ইমু অফার সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু তথ্য। টেলিটক ইমু প্যাক ব্যবহারকারীদের উদ্দেশ্যে উল্লেখ করলাম। সাধারনত মোবাইল ফোন ব্যবহারকারীরা বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে প্রায় 80%মোবাইল জরিপ করে দেখা গেছে তারা সকলে ইমু প্যাক গ্রহণ করে ব্যবহার করে থাকে। তাদের ক্ষেত্রে আমি বলব সবচাইতে সাশ্রয়ী এবং কম রেটে আপনি টেলিটক ইমু প্যাক অফার টি গ্রহণ করতে পারেন।
টেলিটক ইমু অফার 2022
টেলিটক ব্যবহারকারী গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে, যারা টেলিটক সিমের ইমু ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে নতুন বছরের নতুন অফার সমূহ সম্পর্কে কিছু তথ্য আপনাকে জানানোর উদ্দেশ্যে এই পোস্টে উল্লেখ করলাম। যা থেকে জেনে-শুনে-বুঝে আপনি টেলিটক ইমু অফার গ্রহণ করতে পারবেন।
আরও পরুন>>>টেলিটক মিনিট অফার ২০২২
টেলিটক ইমু প্যাক অফার 2022
বর্তমান তথ্যপ্রযুক্তির এই যুগে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে বিভিন্ন কাজের উদ্দেশ্যে মানুষ বসবাস করে থাকে। বেঁচে থাকার তাগিদে জীবনের প্রয়োজনে বিভিন্ন উপায়ে সমূহের মাধ্যমে তারা তাদের সকল কাছের মানুষদের সাথে বিভিন্ন তথ্য যোগাযোগ করে থাকে।
যার প্রধান মাধ্যম হচ্ছে ইমু প্যাক। অর্থাৎটেলিটক ইমু প্যাক অফার টি এতটাই সাশ্রয়ী যে, খুব সহজভাবে আপনি আপনার মোবাইলে এই অফারটি গ্রহণ করতে পারবেন এবং কিভাবে আপনি সাশ্রয়ী মূল্যে সবচেয়ে বেশি এমবি ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে একমাত্র সিম কোম্পানি হচ্ছে টেলিটক। তাই টেলিটক সিমের ইমু প্যাক অফার যত দ্রুত সম্ভব আপনি গ্রহণ করতে পারেন।
আরও পরুন>> টেলিটক বর্ণমালা সিম অফার ২০২২
টেলিটক ১ জিবি ইমু প্যাক (Teletalk 1GB IMO Pack)
- ১ জিবি ইন্টারনেট কিনতে পারবেন মাত্র ৪৯ টাকায়।
- যার মেয়াদ হল ৩০ দিন।
- কিনতে ডায়াল করুন- *111*49#
টেলিটক ২ জিবি ইমু প্যাক (Teletalk 2GB IMO Pack)
- ২ জিবি ইন্টারনেট কিনতে পারবেন মাত্র ৯৩ টাকায়।
- মেয়াদ ৩০ দিন।
- এই প্যাকেজটি কিনতে ডায়াল করুন- *111*93#
টেলিটক মাসিক ইমো প্যাকেজ
আপনারা যারা ব্যস্ততার জন্য সময়ের অভাবে দীর্ঘমেয়াদী প্যাকেজ অর্থাৎ মাসিক ইমো প্যাকেজ গ্রহণ করে থাকেন। তাদের জন্য কোম্পানির শর্ত মোতাবেক সুনির্দিষ্ট কিছু নিয়ম নীতির মাধ্যমে খুব সহজভাবে গ্রাহকদের জন্য টেলিটক মাসিক ইমো প্যাকেজ প্রকাশ করে থাকে।
- মাসিক ২ জিবি ইমু প্যাক কোডঃ *১১১*৪৯#
- মাসিক ১ জিবি ইমু প্যাক কোডঃ *১১১*৯৩#
আরও পরুন>> টেলিটক ফ্রী ইন্টারনেট অফার ২০২২
টেলিটক সাপ্তাহিক ইমো প্যাকেজ
আপনারা যারা অল্প সময়ের জন্য ইমো প্যাকেজ ব্যবহার করে থাকেন তাদের জন্য টেলিটক দিচ্ছে সর্বোচ্চ সুযোগ সুবিধা অর্থাৎ টেলিটক সাপ্তাহিক ইমো প্যাকেজ। এই অফারটি গ্রহণ করে আপনি আপনার ইমো প্যাকেজ ব্যবহার করতে পারবেন।
টেলিটক ২৭ টাকায় ১ জিবি ইমু প্যাক (Teletalk 1GB IMO Pack with 27 Taka)
- ১ জিবি ইন্টারনেট মাত্র ২৭ টাকা।
- এটি কিনতে ডায়াল করুন-*111*27#
টেলিটক সিমের সকল ইউএসডি কোড
যে কোন সিমের বিভিন্ন অফার এবং ব্যালেন্স চেক করার ক্ষেত্রে আমরা সাধারণত অবশ্যই ইউএসডি কোড ব্যবহার করে থাকি।প্রত্যেকটি সিম কোম্পানির আলাদা আলাদা ইউএসডি কোড ব্যবহার করা হয়ে থাকে।থাই টেলিটক সিম গ্রাহকদের সুবিধার জন্য আমরা আপনাদেরকে সকল অফার এবং ব্যালেন্স চেক করার কোড সমূহ নিচে প্রকাশ করলাম।
টেলিটক সিমের নাম্বার চেক করার ইউএসডি কোড
টেলিটকের নিজস্ব নাম্বার জানতে ডায়াল করুন *৫৫১#।
টেলিটক সিমের নাম্বার দেখার উপায়
টেলিটক সিমে নিজের নাম্বার জানতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বড় হাতের অক্ষর P সেন্ড করুন 154 এই নাম্বারে ব্যাগ এসএমএসের মাধ্যমে আপনাকে নাম্বার জানিয়ে দেবে।
টেলিটক সিমের ব্যালেন্স চেক করার ইউএসডি কোড
টেলিটক সিমের ব্যালেন্স জানতে ডায়াল করুন *১৫২#।
টেলিটকের জরুরি ব্যালেন্স চেক করার কোড
টেলিটকের জরুরী ব্যালেন্স জানার জন্য ডায়াল করুন *১১২২#।
টেলিটক সিমের ইন্টারনেট, ডাটা, এমবি চেক করার কোড
টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *১৫২#।
টেলিটকে অপ্রয়োজনীয় পরিষেবাসমূহ বন্ধ করতে এসডি কোড
টেলিটকে অপ্রয়োজনীয় পরিষেবা বন্ধ করতে STOP ALL লিখে পাঠিয়ে দিন 335 এই নাম্বারে।
টেলিটক মিসকল এলার্ট বন্ধ করার কোড
প্রথমে বড় হাতের অক্ষর T তারপর একটি স্পেস দিয়ে MCA লিখে পাঠিয়ে দিন 2455 এই নাম্বারে। Refarens-sportsnet24
পরিশেষে,
আশা করি আপনার টেলিটক ইমো প্যাকেজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন হয়েছে এবং আরো নতুন আপডেট যত অফার সমূহ তথ্য আছে আমরা আপনাদের জন্য নিয়মিত ভাবে পোস্ট করে থাকবে।