Walton Primo S8 Mini মোবাইলের দাম ও স্পেসিফিকেশন

By | April 19, 2022

দেশের স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। Xiaomi Real Me ইত্যাদির মতো চীনা ব্র্যান্ডের পাশাপাশি মোবাইল কোম্পানিগুলো খুব অল্প সময়ের মধ্যে দেশে জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশের একমাত্র মোবাইল কোম্পানি ওয়ালটন দেশে নতুন মডেলের ফোন বাজারে ছাড়ছে।

সম্প্রতি বাজারে এসেছে Walton Primo সিরিজের নতুন একটি মডেল। আপনারা যারা দীর্ঘদিন ধরে ওয়ালটন মোবাইল ব্যবহার করছেন তারা হয়তো জানেন যে ওয়ালটন মোবাইলের দাম ফিচারটিতে ব্যবহৃত প্রসেসর এবং ক্যামেরার মতোই।

আজ আমরা সদ্য রিলিজ হওয়া Walton ফোন Walton Primo S8 Mini নিয়ে কথা বলতে যাচ্ছি। চলুন জেনে নেওয়া যাক Walton Primo S8 Mini ফোনের দাম ও স্পেসিফিকেশনের বিস্তারিত।

Walton Primo S8 Mini স্পেসিফিকেশন

যেকোনো মোবাইল কেনার আগে বিস্তারিত জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারনেটের এই যুগে ঘরে বসেই যেকোনো মডেলের ফিচার ও দাম জানা সম্ভব। এপ্রিলের শুরুতে বাজারে প্রিমো সিরিজের নতুন খবর প্রকাশ করেছে ওয়ালটন মোবাইল কোম্পানি। Walton Primo s8 Mini এই মডেলের ফোন সম্পর্কে আরও জানতে, আমরা নীচে আলোচনা করা সম্পূর্ণ স্পেসিফিকেশন পড়ুন।

Screenshot-2022-04-19-at-1-47-51-PM

ডিজাইন ও ডিসপ্লে

সিম্পল এরমধ্যে গর্জিয়াস এ কথাটি সম্পূর্ণ প্রতিফলিত হয়েছে ওয়ালটন প্রিমো f8 মোবাইল। ডিজাইন সাধারণ মনে হলেও এর মিনিমালিস্টিক লোক দেখে ফোনটির দাম বিবেচনায় আপনি বুঝতেই পারবেন না এত সুলভ মূল্যে এত সুন্দর একটি ফোন আপনার হাতে পৌঁছাচ্ছে। বেশ সুন্দর দেখতে ফ্রন্ট পাঞ্চ হোল ক্যামেরা ফোনটির পেছনে বেশ সুন্দরভাবে স্থান পেয়েছে ক্যামেরার কাটাউট। ক্যামেরা ঠিক নিচের অংশে রয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ওয়ালটন মোবাইলের দাম

মোবাইল ডিসপ্লে দিকে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই যে ফোনটিতে 6।53 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই দামে কিছু ব্রান্ডের ফোন এইচডি প্লাস ডিসপ্লেতে ৯০হার্জ রিফ্রেশ রেট প্রদান করছে। তবে ৯০হার্জ রিফ্রেশ রেট এর চেয়ে বেটার স্ক্রিন রেজ্যুলেশন অধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়।

পারফরম্যান্স

পারফরম্যান্সের বিচারে অন্যান্য সকল ফোনের চেয়ে ওয়ালটন প্রিমো সিরিজের এই মোবাইলটি অনেকটাই এগিয়ে থাকবে। এ মোবাইল টির মূল আকর্ষণ হলো এর স্নাপড্রাগণ 665। প্রসেসর যদিও বেশ পুরোনো তবে বর্তমানে এই প্রসেসর এর পারফর্মেন্স খুব অসাধারণ আর এই বিষয়টি মাথায় রেখেই কোয়ালকম স্নাপড্রাগণ 665 প্রসেসর এ মোবাইল ফোনটি সাথে সংযুক্ত করা হয়েছে।

এখন প্রধান বিষয় হলো পুরনো এই চিপসেট ব্যবহার করা সত্ত্বেও ফোনটিক কতটুকু শক্তিশালী কার্যক্রম। মূলত এই ফোনে থাকায় স্নাপড্রাগণ 665 অন্যান্য সকল ফোনের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম এ প্রসেসরটি একই দামের অন্যান্য ফোনে থাকায় হেলিও g80 প্রসেসর এর চেয়ে অনেক বেশি এগিয়ে। যেহেতু স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে তাই নির্দিধায় বলা যাচ্ছে যে ফোনের প্রসেসর লম্বা সময় ভালো পারফর্মেন্স দিতে সক্ষম।

Infinix Hot 12i মোবাইলের দাম

ফোনটি বাজারে 4gb রম 64gb ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাচ্ছে। এই ফোনটির স্টরেস হল ইউএফএস যা সাধারণ এমএমসি স্টরেস থেকে অনেক দ্রুত কাজ করবে। ফোনের সফটওয়্যার এর ক্ষেত্রেও বেশ পরিবর্তন আনা হয়েছে যেখানে অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক স্মার্ট অসাধারণ ফিজার ব্যবহার করা হয়েছে।

ক্যামেরা

ক্যামেরা সেকশনে ওয়ালটন সময়ের সাথে নিজেদের অনেক উন্নতি করে ফেলেছে ওয়ালটন প্রিমো s8 এই ফোনটিতে ব্যাক ক্যামেরায় রয়েছে কোয়াদ ক্যামেরা সেটআপ এবং ফন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 16 মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি সেনসর ক্যামেরা পাশাপাশি আরেকটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

Realme 9i মোবাইলের দাম ও স্পেসিফিকেশন

ক্যামেরা সেকশনে স্পেসিফিকেশন দেখে আপনি ফোনটা সম্পর্কে ভুল ধারণা পোষণ করতে পারেন। কিন্তু অন্যান্য ফিচার এর চেয়ে আমি অবশ্য এই মোবাইলের ফোনটিকে ক্যামেরাকে অনেক বেশি এগিয়ে রাখবো।

ব্যাটারি

ওয়ালটন প্রিমো মিনি অসাধারণ ব্যাটারি ব্যাকআপ ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি গেম খেলতে বোধ করবেন। মোবাইলটিতে 5 হাজার মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ও বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এ ব্যাটারীতে চার্জ দেওয়ার জন্য 18 ওয়াট এর ফাস্ট চার্জার বক্স এর সাথেই পেয়ে যাবেন।

Walton Primo S8 Mini মোবাইলের দাম

ওয়ালটন প্রিমো h8 মিনি মোবাইল টির দাম 13999 টাকা ধার্য করা হয়েছে। তবে মার্কেটে প্রবেশের পূর্বে আপনি প্রি বুকিং দিলে 12 হাজার 499 টাকায় ফোনটিক পেয়ে যাবেন। এপ্রিল মাসের ২৪তারিখ পর্যন্ত ওয়ালটন প্লাস, ওয়ালটন ব্র্যান্ড ও রিটেইল আউটলেট এবং ওয়ালকার্ট থেকে ফোনটি প্রি-বুক করা যাবে। (আপাতত শুধু ৪জিবি র‍্যাম ভ্যারিয়েশনের দাম জানা গেছে।

দেশি পণ্য হিসেবে ওয়ালটনের মোবাইল কে অবজ্ঞা করলে আপনি অনেক বড় ভুল করবেন। কেননা স্বল্পদামে মিড রেঞ্জের বাজেটের ওয়ালটন আপনাকে দেশের সবচেয়ে ভালো মানের ফোন দিতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *