
জনপ্রিয় মোবাইল কোম্পানি Oppo বাজারে প্রকাশ করেছে নতুন মডেলের একটি ফোন। মধ্যম বাজেটে যারা ফোন কিনতে আগ্রহী তাদের জন্য এই ফোনটি বিশেষ গুরুত্বপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে। কেননা ফোনটিতে অসাধারণ বিচারের পাশাপাশি দাম অনেক কম রাখা হয়েছে।
আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশ বিশ্ব বিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান ওপ্পো মোবাইল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। যার কারণে তার মাধ্যমে দেশীয় টিভি চ্যানেলে এই ফোনটির বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে যার কারণে বাংলাদেশসহ প্রতিটি দেশের ব্যাপক চাহিদা দেখা দিয়েছে। আজকের আলোচনার এই অংশে আমরা আপনাদের দেখাবো Oppo F21 Pro মোবাইল দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।
Oppo F21 Pro স্পেসিফিকেশন
মোবাইল ফোন কেনার সময় সর্বপ্রথম আমরা ফোনটির ফিচার সম্পর্কে জানতে আগ্রহী। স্মার্টফোনের বাজারে একে অন্যের সাথে নিজেকে টিকিয়ে রাখার জন্য কম দামে ভালো মানের ফোন বাজারে প্রকাশ করে চলেছে। ওপ্পো নিঃসন্দেহে একটি ভালো মোবাইল কোম্পানি এপ্রিল মাসের শুরুর দিকে বাজারে প্রকাশ করা হয়।
Oppo F21 Pro এ মডেলের একটি ফোন কিন্তু বাংলাদেশের বাজারে ফোনটি প্রকাশ পেতে একটু বিলম্ব হয়েছে। অবশেষে সকল জল্পনা-কল্পনার পেরিয়ে ফোনটি বাজারে প্রকাশ পেয়েছে এবং আমরা আলোচনার এই অংশে আপনাদের দেখাবো এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন বিস্তারিত।
Vivo V23 E মোবাইলের দাম ও স্পেসিফিকেশন
ডিসপ্লে ও ডিজাইন
বর্তমানে সবচেয়ে বেশি সুপরিচিত বক্স টাইপ এর ডিজাইন Oppo f21 Pro ফোনটি দেখা মিলবে। পেছনের অংশে ক্যামেরা সেটআপ আপনার চোখ রাঙিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। ডিজাইন ও সৌন্দর্যের দিকে বিশ্লেষণ করলে অন্যান্য সকল পণ্যের চেয়ে এই ফোনটি অনেক বেশি এগিয়ে থাকবে।
অপো এফ২১ প্রো ফোনটিতে থাকছে ৬.৪৩ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যাকে প্রটেকশন প্রদান করবে কর্নিং গরিলা গ্লাস ৫। ফোনটির ডিসপ্লে ৯০হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। ফোনের সামনের ডিসপ্লে প্যানেলে স্থান পেয়েছে ফ্রন্ট ক্যামেরা পাঞ্চ-হোল কাটআউট। ফোনটির ওজন মাত্র ১৭৫গ্রাম।
পারফরম্যান্স
Oppo F21 Pro ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। যদিও ওই একই প্রসেসর শাওমি রেডমি নোট 11 ব্যবহার করা হয়েছিল যার দাম এর চেয়ে অনেক কম। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই দামে এই প্রসেসর এর জন্য মানানসই নয়। মোবাইলটি র্যাম 8 জিবি ইন্টারনাল স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে 128gb। ফোনটির ডিসপ্লেতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ধারণা করা হচ্ছে এই আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্যতম চমক।
Realme Narzo 50 মোবাইলের দাম ও স্পেসিফিকেশন
ক্যামেরা
অপ মোবাইল কোম্পানির ক্যামেরা নিয়ে কোন সন্দেহ নেই। কেননা অন্যান্য মোবাইলের চেয়ে ফোনের ক্যামেরা গুলো সবচেয়ে বেশি এগিয়ে। কেননা এ ফোনটিকে ক্যামেরা ফোনে বলা হয়। তবে মোবাইল ফটোগ্রাফি ক্ষেত্রে f11 প্র মোবাইল টি আপনাদের হতাশ করতে পারে ফোনটিকে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকলে একটি ক্যামেরা আসলে কাজ করে।
ফোনটির পেছনের ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেল এর সেন্সর এবং বাকি দুটি ক্যামেরা হলো টু মেগাপিক্সেলের ক্যামেরা ও দেপথ সেনসর। সুতরাং আপনি বুঝতে পেরেছেন যে ফোনটিতে থাকছেনা ক্যামেরা যেখানে 15000 টাকার কম দামের ফোন গুলোতে ফিচারটি ব্যবহার করা হচ্ছে বুঝলাম না কেন বিচারে বিশেষ দিকটি নজরদারি করল না।
সামনের অংশে সেলফিতে 32 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটির ফ্রন্ট ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080 রেজুলেশনের f.p.s. ভিডিও রেকর্ডিং করা সম্ভব।
ব্যাটারি
Oppo F21 Pro ফোনটিতে রয়েছে 4500 মিলি এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি। ব্যাটারি ব্যাকআপ এর ক্ষেত্রে অসাধারণ কোন কিছুই দেখা যাচ্ছে না। কেননা বর্তমানে সকল স্মার্টফোনগুলোর 5000 মিলি এম্পিয়ার এর ব্যাটারি ব্যবহার করছে। ফোনের বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন 33 ওয়ার্ডের ফাস্ট চার্জার যার কারণে আপনি ফোন থেকে অসাধারণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব।
Oppo F21 Pro ফোনের দাম
ওপরের অংশে আমরা অপ f11pro মোবাইলটির বিস্তারিত আলোচনা করেছি বর্তমানে বাংলাদেশের বাজারে ফোনটি প্রকাশ পেয়েছে। আপনি যদি ফোনটি কিনতে আগ্রহী হন তাহলে আপনাকে 27990 টাকায় ক্রয় করতে হবে। ফোনটি এপ্রিলের 10 তারিখ থেকে দেশের জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট থেকে অনলাইনে pre-order শুরু হবে এবং 18 তারিখের মধ্যেই তা গ্রাহকের কাছে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে।