গুগল একাউন্ট খোলার নিয়ম ২০২২ নতুন অ্যাকাউন্ট তৈরি

By | March 22, 2022

বিশ্বের সর্বাধিক ব্যবহারকারী ও জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। সারা পৃথিবীর প্রায় 95 কোটি মানুষের সকল তথ্য গুগলের কাছে জমা রয়েছে। আপনি ইন্টারনেট জগতের যে কোন কাজের জন্য ব্রাউজিং হোক অথবা অন্য যে কোন কাজের ক্ষেত্রে গুগল আপনাকে সবথেকে বেশি সুবিধা প্রদান করে।

অনলাইন জগতের যে কোন কাজ করার ক্ষেত্রে আপনার অবশ্যই একটি গুগোল অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। তবে আপনি কি গুগোল অ্যাকাউন্ট খুলতে পারেন যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্য সুখবর হলো আমরা আজকের আলোচনা করতে চলেছি গুগোল একাউন্ট খোলার নিয়ম। আপনি চাইলে আপনার মোবাইল ও কম্পিউটার থেকে মুহূর্তের মধ্যেই একটি গুগোল অ্যাকাউন্ট খুলতে পারবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে গুগল একাউন্ট খুলতে হয়।

গুগল একাউন্ট কি?

গুগল অ্যাকাউন্ট হচ্ছে এমন একটি পরিষেবা যা ব্যবহার করে আপনি ইন্টারনেট জগতে পদার্পণ করতে পারবেন। গুগলের অফিশিয়াল ব্রাউজার গুগল ক্রোম এখানে যদি আপনি গুগল অ্যাকাউন্ট লগইন করতে পারেন তাহলে আপনার ইচ্ছে মত যে কোন তথ্য সংগ্রহ করে রাখতে পারবেন। আপনার গুগোল অ্যাকাউন্ট টি হল ইন্টারনেট জগতে আপনার পরিচয়।

গুগল একাউন্টের সুবিধা

গুগল একাউন্টের গুরুত্ব অপরিসীম আপনার ইন্টারনেট দুনিয়ায় সঠিকভাবে চলার ক্ষেত্রে গুগোল একাউন্ট আপনাকে পথের দিশারী হিসেবে কাজ করবে। বর্তমানে গুগল সার্চ, জিমেইল, ইউটিউবসহ গুগল এর বিভিন্ন সেবা আমাদের দৈনন্দিন জীবনের অংশে পরিণত হয়েছে। চলুন জেনে নেয়া যাক কেনো একটি গুগল একাউন্ট থাকা বর্তমানে একান্ত জরুরি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম সহজে কোন ওয়েবসাইটে নিজের প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি গুগোল অ্যাকাউন্ট থাকা লাগবে। এই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি উক্ত এক্সাইটেড একজন সদস্য হতে পারবেন। তাছাড়া একটি জিমেইল একাউন্ট খোলার মাধ্যমে আপনি যেকোন ধরনের তথ্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এমনকি বিদেশেও আদান-প্রদান করতে পারবেন।

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ভিডিও দেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি গুগোল অ্যাকাউন্ট থাকতে হবে। গুগল অ্যাকাউন্টে সাইন ইন করার পরে আপনি ইউটিউব এর বিভিন্ন ভিডিও দেখতে পারবেন।

গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি গুগল থেকে এডসেন্স সহ অন্যান্য ইউটিউবিং ইত্যাদি করে গুগল থেকে টাকা ইনকাম করার সুবিধা পাবেন আপনার গুগোল অ্যাকাউন্ট টি এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে।

গুগোল একাউন্ট খুলতে কি কি লাগে?

গুগল একাউন্টের এত সুযোগ-সুবিধা জানার পরে আপনি হয়তো অবশ্যই চাইবেন একটি গুগোল অ্যাকাউন্ট খুলতে হবে একটি অ্যাকাউন্ট খুলতে আপনার বেশ কিছু তথ্যের প্রয়োজন হয় যেমন আপনার নাম আপনার লিঙ্গ ইত্যাদির পাশাপাশি একটি মোবাইল নাম্বার আপনার ভেরিফিকেশনের জন্য।

কম্পিউটারে গুগল একাউন্ট খোলার নিয়ম

আপনার যদি পার্সোনাল কম্পিউটার থেকে থাকে তাহলে আপনি তা ব্যবহার করে একটি গুগোল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে কেননা সঠিক নিয়ম না জানলে আপনি কোনোভাবেই একটি অ্যাকাউন্ট সঠিকভাবে খুলতে পারবেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক কম্পিউটারে গুগল একাউন্ট খুলতে হয় কিভাবে তার সম্পর্কে জানি।

Screenshot-2022-03-22-at-7-53-35-PM

  • প্রথমে আপনি নিশ্চিত হোন আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেক্টেড রয়েছে এরপর যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং এড্রেস বার এ গিয়ে লিখুন accounts.google.com ওয়েব সাইটে প্রবেশ করুন।
  • সাইনআপ অপশনে ক্লিক করুন।
  • আপনি যে নামে গুগল একাউন্ট খুলতে চাচ্ছেন সে নাম লিখুন মনে রাখবেন গুগোল একাউন্ট আপনার গুরুত্বপূর্ণ একটি বিষয় যার কারণে আপনার সার্টিফিকেট অনুসারে নাম ব্যবহার করলে অনেক ভালো হয়।
  • গুগল একাউন্টের জন্য একটি ইউজারনেম পছন্দ করুন।
  • গুগল একাউন্টের জন্য একটি পাসওয়ার্ড লিখুন পাসওয়ার্ড লিখার ক্ষেত্রে অবশ্যই তা আবারও অক্ষরের দীর্ঘ করবেন।
  • পাসওয়ার্ড কনফার্মেশন এর জন্য পুনরায় আপনার পূর্বের ব্যবহৃত পাসওয়ার্ড লিখুন।
  • পরবর্তী ধাপে প্রবেশ করুন।
  • আপনার ফোন নাম্বার যথাযথভাবে লিখুন।
  • ইমেইল রিকভারি করার জন্য আপনার কোন বন্ধুর আরেকটি ইমেইল সংযুক্ত করুন।
  • আপনার জন্ম তারিখ ও লিঙ্গ নির্বাচন করুন।
  • আপনার মোবাইল নাম্বার 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আসবে তা প্রদান করুন।
  • পরিশেষে আপনাকে গুগল একাউন্টে প্রবেশ করানো হবে।

মোবাইল দিয়ে গুগোল একাউন্ট খোলার নিয়ম

দেশের বেশিরভাগ মানুষ মোবাইল ব্যবহার করার কারণে ইন্টারনেট মোবাইল দিয়ে চালানো শিখেছে। এ অবস্থায় আপনি চাইবেন আপনার মোবাইলে একটি গুগোল অ্যাকাউন্ট যুক্ত থাকতে আপনাদের উদ্দেশ্যে আমরা এখানে মোবাইল দিয়ে গুগোল একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম।

Screenshot-2022-03-22-at-7-53-49-PM
  • আপনার হাতেই স্মার্টফোনটি থেকে যে কোন একটি মোবাইল ব্রাউজার চালু করুন এবং উক্ত ব্রাউজারে accounts.google.com এই লিঙ্কে প্রবেশ করুন।
  • সাইনআপ অপশনে ক্লিক করুন।
  • আপনার প্রথম নাম ও শেষ নাম নির্ধারিত স্থানে লিখুন।
  • একটি ইউজারনেম নির্বাচন করুন ইউজারনেম বাছাই করার ক্ষেত্রে পূর্বে ব্যবহার করা হয়েছে এমন কোন ইউজারনেম আপনাকে দেওয়া হবে না এ অবস্থায় সবসময় ইউনিক ইউজার নেম ব্যবহার করবেন।
  • একটি পাসওয়ার্ড লিখুন এবং কনফার্মেশন এর জন্য পুনরায় উক্ত পাসওয়ার্ডটি প্রদান করুন।
  • সাবমিট করুন আপনার গুগোল অ্যাকাউন্ট চালু হয়ে গিয়েছে।

মোবাইল ব্রাউজার ছাড়া গুগল একাউন্ট খোলার নিয়ম

আপনি চাইলে কোন মোবাইল ব্রাউজার ব্যাবহার ছাড়াই গুগল একাউন্ট খুলতে পারবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেক্ট থাকা লাগবে তবে কোন ধরনের ব্রাউজার চালু করার প্রয়োজন নেই।

  • প্রথমে আপনার মোবাইলটি সেটিং অপশন এ প্রবেশ করুন।
  • Accounts অপশনে ক্লিক করুন।
  • Add Account নির্বাচন করুন।
  • যেহেতু আপনি গুগল অ্যাকাউন্ট খুলবেন তাই উপরের তালিকা থেকে গুগোল নির্বাচন করুন।
  • Create Account অপশনে প্রেস করুন।
  • ব্যক্তিগত উদ্দেশ্যে গুগল একাউন্ট খুলতে চাইলে মাইসেল্ফ অপশনে ক্লিক করুন আর ব্যবসায়িক স্বার্থে গুগোল একাউন্ট খোলার লক্ষ্যে বিজনেস অপশন ক্লিক করুন।
  • আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লিখে পরবর্তী ধাপে যান।
  • আপনার জন্ম তারিখ ও লিঙ্গ নির্বাচন করুন।
  • একটি ইউনিক ইউজারনেম সিলেক্ট করুন।
  • পরপর দুইবার একই পাসওয়ার্ড প্রদান করুন।
  • আপনার একাউন্ট ভেরিফিকেশন এর জন্য একটা ফোন নাম্বার চাওয়া হবে আপনার একটি সচল মোবাইল নাম্বার লিখুন।
  • আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে উক্ত করতে যথাস্থানে লিখুন।
  • সাবমিট করুন পরিশেষে আপনার গুগোল অ্যাকাউন্ট চালু হয়ে গিয়েছে।

এ গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি অনলাইনের সকল কাজ করতে পারবেন তাই অবশ্যই আপনার একটি গুগোল অ্যাকাউন্ট থাকা প্রয়োজন একাউন্ট খুলতে কোন ধরনের সমস্যা হয়ে থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা জানান আমরা আপনার সমাধান করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *