এয়ারটেল ইমু প্যাক অফার 2022 Airtel Emu Pack Offer

By | March 16, 2022

এয়ারটেল ইমু প্যাক অফার 2022 সম্পর্কে আপনারা যারা নতুন আপডেট তথ্য পেতে বিভিন্ন সাইটে অনুসন্ধান করছেন। তাদের জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ অফার সমুহ নিচে উপস্থাপন করলাম।

এছাড়া আপনারা যারা এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন। তাদের সকলের ক্ষেত্রে অত্যন্ত বর্তমান সভ্যতার যুগে প্রয়োজনীয় একটি অপার হচ্ছে এয়ারটেল ইমু প্যাক অফার। এটা মূলত প্রায় সকল গ্রাহকের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে।

এয়ারটেল ইমু প্যাক অফার 2022

এয়ারটেল ইমু প্যাক অফার বর্তমান ইন্টারনেটের এই যুগে বিশেষ গুরুত্বপূর্ণ একটি অফার। তার প্রধান কারণ হচ্ছে বর্তমান সারা ওয়ার্ল্ডে মোবাইল জরিপে এক বিশেষ ক্ষেত্রে দেখা গেছে,

শতকরা 80 জন গ্রাহক মোবাইল ব্যবহারকারীরা ইমু প্যাক ব্যবহার করে থাকে। তাদের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করার জন্য অর্থাৎ দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় কথা বলার জন্য একটি বর্তমান সবচেয়ে বেশি প্রয়োজন।

এয়ারটেল রেগুলার ইমো প্যাক অফার

আপনারা যারা নিয়মিত অল্প কিছু সংখ্যক সময়ের জন্য ইমু প্যাক অফার ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে আপনাদের জন্য রেগুলার ইমু প্যাক অফার টি সবচাইতে যুগোপযোগী।

  • এয়ারটেল ইমু প্যাক ২৫০ এমবি
  • মূল্য ৯  ঢাকা
  • একটিভ কোডঃ *১২৩*৪৬৬১# 
  •  মেয়াদঃ ২৪  ঘন্টা
  •  অবশিষ্ট ব্যালেন্স চেকঃ *৩#

এয়ারটেল ইমো মাসিক প্যাকেজ

আপনারা যারা এয়ারটেল ইমু দীর্ঘসময় ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে উপযুক্ত একটি প্যাকেজ হচ্ছে এয়ারটেল ইমো মাসিক প্যাকেজ অফার। সুতরাং আপনাকে এই অফারটি নিতে হলে নিচের নিয়ম কানুন অনুযায়ী গ্রহণ করতে হবে।

  • প্যাকেজঃ ১ জিবি
  • মূল্যঃ ৫৩  টাকা
  •  একটিভ কোডঃ *১২৩* ৫৬#
  • মেয়াদঃ ২৮ দিন 
  •  অবশিষ্ট ব্যালেন্স চেকঃ *৩#

এয়ারটেল ইমু প্যাক কোড

এটেল ইমু প্যাক কোড প্রধানত দুটি পদ্ধতির মাধ্যমে অফারটি গ্রহণ করা যায়।

প্রথমতঃ  আপনাকে নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স রিচার্জ করে অফারটি গ্রহণ করতে হবে।

দ্বিতীয়তঃ আপনাকে একটি নির্দিষ্ট কোড ডায়াল করে ইমু প্যাক গ্রহণ করতে হবে। 

1gb ইমো প্যাক কোডঃ *১২৩*৫৬#

এয়ারটেল ইমু প্যাক মাসিক 2022 বিডি 

এয়ারটেল গ্রাহকদের জন্য সম্প্রতি বিশেষ নতুন সাশ্রয়ী মূল্যের মাসিক প্যাক পরিষেবা চালু করেছে।এর ফলে একজন গ্রাহক খুব কম খরচে মাসিক এয়ারটেল প্যাক কিনতে পারবেন। তবে অনেকেই জানেন না কিভাবে মাসিক এয়ারটেল ইমু প্যাক কিনতে হয় । তাই গ্রাহকদের সুবিধার্থে এয়ারটেল মাসিক ইমু প্যাক কিনতে ডায়াল করুন  *123*229#।তারপর আপনি এক মাসের জন্য 2GB এয়ারটেল ইমু প্যাক কিনতে পারবেন। এতে আপনার খরচ হবে 229 টাকা।

পরিশেষে,

আপনাদের জন্য সকল নতুন আপডেট অফার সমূহ আমরা নিয়মিত এই পোস্টে উপস্থাপন করে থাকি। তাই আপনি উপকৃত হলে অবশ্যই এ লিংকের মাধ্যমে নতুন অফার গুলো ভিজিট করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *