
সরবরাহ কমার অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচামরিচ ২৫-৩০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৫০-৬০ টাকা। হঠাৎ করে কাঁচামরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
হিলি বাজারে কাঁচামরিচ ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, শীতকালে সবজির দাম কম থাকে, কিন্তু এবার উল্টোটা হচ্ছে। কয়েকদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। গত সপ্তাহে কাঁচামরিচ ২৫-৩০ টাকা কেজি বিক্রি করেছি, সেটা কিনতে হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ জানালেন, কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত শীত ও ঘনকুয়াশা পড়ছে। কৃষকরা খেত থেকে তেমন কাঁচামরিচ তুলতে পারছেন না। সেই সঙ্গে শীত ও ঘনকুয়াশায় কাঁচামরিচের গাছ ও ফুল নষ্ট হয়ে যাচ্ছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে কাঁচামরিচের সরবরাহ অনেকটা কমেছে।