অত:পর দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাকিব

By | March 12, 2022

আগামীকাল রাতে দক্ষিণ আফ্রিকা যাবেন সাকিব আল  হাসান বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার (১২ মার্চ) দুপুরে মিরপুরে বিসিবি কার্যালয়ে দেশসেরা ক্রিকেটার সাকিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

 

বিসিবি সভাপতি বলেন, আগামীকাল (রোববার) রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবে সাকিব। খেলবে দুই ফরম্যাটেই। অর্থাৎ ওয়ানডে ও টেস্টে-উভয় সংস্করণেই তাকে পাওয়া যাচ্ছে।

 

ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা সফরে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে সেই দলে নেই সাকিব। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে ছুটিতে আছেন তিনি।

 

অবশ্য সাকিবকে রেখেই প্রোটিয়া সফরের জন্য দল ঘোষণা করেছিল বিসিবি। ফলে সেখানে খেলতে তার কোনও বাধা থাকবে না।

 

কিছুদিন আগে বিসিবিকে চিঠি দেন সাকিব। তাতে জানান, আগামী নভেম্বর পর্যন্ত টেস্ট খেলতে চান না তিনি। 

 

এরপর আইপিএলে দল না পাওয়ায় হুট করে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি হন সাকিব। তবে পরে আবার না করে দেন। সার্বিক বিবেচনায় তাকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দেয় বিসিবি।

 

দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ওয়ানডে ও ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। ১৮ মার্চ ওয়ানডে দিয়ে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শুরু করবে সফরকারীরা। পরের দুটি হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। 

 

আর ৩১ মার্চ ডারবানে গড়াবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল। প্রায় ১ মাসের সফর শেষে ১৩ এপ্রিল দেশে ফেরার কথা টাইগারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *