গরম কালে এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার সহজ কিছু পদ্ধতি

এসি ছাড়াই ঘর ঠান্ডা - Without AC

গরমের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। তীব্র গরমে মানুষ এখন হাসফাস করছে। যারা আর্থিক ভাবে স্বচ্ছল তারা বাসাতে এসি লাগিয়ে পরিস্থিতিতি মোকাবিলা করছে। কিন্তু মধ্য বিত্ত বা গরিব পরিবাররা কি করবে? তাদের পক্ষে তো এসি কিনা সম্ভব না। তাই এবার আপনাদেকে কিছু সহজ উপায় শিখিয়ে দিবো যা অনুসরণ করলে বাড়িতে বসেই পাবেন এসির মতো ঠান্ডা হাওয়া।

প্রথম পদ্ধতি
ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া চাইলে সবার আগে বাড়ির ভেল্টিলেটার গুলো পরিষ্কার করে নিন। কারণ অনেক ভেল্টিলেটারে পাখিরা বাসা করে অপরিছন্ন করে ফেলে এছাড়া বাইরের ধূলাবালি ঢুকেও অপরিছন্ন হয়ে যেতে পারে। আর এই ধূলাবালির জন্য ঠান্ডা বাতাস ঘরের ভিতরে সহজে প্রবেশ করতে পারেনা। এই জন্য অবশ্যই বাড়ির ভেল্টিলেটার গুলো পরিষ্কার করতে হবে।

দ্বিতীয় পদ্ধতি
সূর্যের উত্তপ্ত কিরণ অনেক সময় ঘরের ভেতর প্রবেশ করে গরমের মাত্রা বাড়িয়ে দেয়। তাই একটি ভারী পর্দা ঘরের জানালায় লাগিয়ে নিন। যাতে সূর্যের কিরণ ভারী পর্দা ভেদ করে ভেতরে প্রবেশ করতে না পারে।

তৃতীয় পদ্ধতি
আগেকার দিনে পানিভর্তি ঠান্ডা মাটির কলসি ঘরের চারপাশে রেখে দেওয়া হতো। যার ফলে ঘরে গরম হাওয়া প্রবেশ করার সময় কলসিতে রাখা ঠান্ডা পানির সংস্পর্শ আসা মাত্র বাইরের গরম বাতাস ঠান্ডা হয়ে যেত। আর সেই উপায় অবলম্বন করে আপনি আপনার ঘরের টেবিল ফ্যানের নিচে বাটিতি ভর্তি ঠান্ডা পানি বা বরফ রেখে দিন। এতে করে যখন গরম হাওয়া টেবিল ফ্যানের দিকে ছুতে আসবে ঠিক সেই সময় বাটিতে রাখা ঠান্ডা পানি বা বরফের সংস্পর্শে সেই বাতাস মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে ও আপনার ঘরকে রাখবে ঠান্ডা করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *