বইমেলায় শাহজাদা সেলিম রেজার প্রথম গল্পগ্রন্থ ‘আধেক জীবন’

By | March 11, 2022

অমর একুশে বইমেলায় এবার প্রকাশ হয়েছে তরুণ সাংবাদিক শাহজাদা সেলিম রেজার লেখা প্রথম বই। ছোট ছোট দশটি গল্পে সাজানো হয়েছে তাঁর লেখা গল্পগ্রন্থ ‘আধেক জীবন’। মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২২-এ ‘আধেক জীবন’ বইটি পাওয়া যাবে।

বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু এবং প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স।

বইটির বিষয়ে সাংবাদিক শাহজাদা সেলিম রেজা বলেন, “আধেক জীবন বইটি আমার দীর্ঘ দিনের চেষ্টার ফল। আগে থেকেই গল্প-উপন্যাস খুব পছন্দের আমার। আর আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি। পড়াশোনার সময় লেখালেখির প্রতি বেশ ঝোঁক ছিল। সেই সব ভালো লাগা আর আগ্রহের জায়গা থেকে বইটি লেখা।”

আধেক জীবন গল্পগ্রন্থটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। তবে বইমেলায় ছাড়সহ ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে। মেলার দেশ পাবলিকেশন্সের ৪৬১, ৪৬২ ও ৪৬৩ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এছাড়া অনলাইনে রকমারি ডটকমেও পাওয়া যাচ্ছে এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *