করোনা আক্রান্ত ডলি জহুর হাসপাতালে ভর্তি

By | March 10, 2022

বরেণ্য অভিনয়শিল্পী ডলি জহুর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার শ্বাসকষ্টজনিত কারণে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভ‌র্তি করা হয়। ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও ডলি জহুরের ঘনিষ্ঠজন মুনা চৌধুরী বলেন, মা (ডলি জহুর) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  কিন্তু তিনি ঠিকভাবে শ্বাস নিতে পারছিলেন না। মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান মুনা চৌধুরী৷ 


মুনা চৌধুরী জানান, এরই মধ্যে অনেক গুলো পরীক্ষা হয়েছে। রিপোর্টে  করোনার ফল পজিটিভ এসেছে। 

ডলি জহুর দীর্ঘদিন  অস্ট্রেলিয়ায় ছেলের কাছে ছিলেন। জানুয়ারীতে এসে বাসায় থাকতেন। একমাত্র ছেলে থেকে অস্ট্রেলিয়ায়। 

 

উল্লেখ্য, দীর্ঘ দুই বছর পর গত জানুয়ারি মা‌সে ঢাকায় ফিরেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। তার একমাত্র ছেলে রিয়াসাত অস্ট্রেলিয়াতে বসবাস ক‌রেন। বিশ্বব্যাপী করোনা সংকট শুরু হওয়ার আগে তিনি ছেলের কাছে চলে গিয়েছিলেন। সেখা‌নে পুত্র-পুত্রবধূ এবং না‌তি-নাত‌নির স‌ঙ্গে দুবছর সময় কাটান এই অভি‌নেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *