জন্মগতভাবে আমি বেয়াদব: নোবেল

Singer Nobel - আমি বেয়াদব

মাইনুল আহসান নোবেল হচ্ছেন বর্তমান সময়ের একজন সমালোচিত সংগীতশিল্পী। তিনি যতটা আলোচনায় এসেছেন গান গেয়ে তার চেয়েও বেশি সমালোচিত হয়েছেন উদ্ভটসব মন্তব্য করে।

সম্প্রতি তিনি আবারো সমালোচিত হয়েছেন । এবার তিনি দেশের স্বনামধন্য সংগীতশিল্পী জেমসকে কটাক্ষ করে তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন। যদিও নোবেলের দাবি সেই স্ট্যাটাসটি তার লিখা না, তার ফেসবুক পেজটি হ্যাকড হয়েছিল।

এই সমালোচনার আগুন নিভতে না নিভতেই তিনি এবার সংগীত পরিচালক আহমেদ হুমায়ূনের সঙ্গে গানের মালিকানা নিয়ে বিবাদে জড়িয়েছেন। তার দুজন পাল্টাপাল্টি স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন।

নোবেলের এমন উদ্ভট মন্তব্যে সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। আজ (১৭ মে, ২০২১) নোবেল তার ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন: ‘আমি গায়ক! গান গেয়ে জীবিকা নির্বাহ করি। নকল ভদ্রতা বিক্রি করে নয়। জ্বী! জন্মগতভাবে আমি বেয়াদব!’ নোবেলের এই স্ট্যাটাসে নেতিবাচক মন্তব্যের ঝড় বয়ে চলছে।

Bangladeshi Singer Nobelসংগীত পরিচালক আহমেদ হুমায়ূনের সঙ্গে নোবেলের দ্বন্দ্বের সূত্রপাত হয় ‘মেহেরবান’ গান কে কেন্দ্র করে। গতকাল (১৬ মে) নোবেল ‘মেহেরবান’ গান নিয়ে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে এই গানটির সুর ও সংগীতে নোবেল তার নিজের নাম উল্লেখ করেন। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে নোবেল ‘মেহেরবান’ গানটি গাইবেন আহমেদ হুমায়ূনের সুর ও সংগীতে। এরপর নিজের নাম বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন।

আহমেদ হুমায়ূনের এই ক্ষোভের খবর জানার পর নোবেলও পাল্টা প্রতিক্রিয়া দেখান। নোবেল সোশ্যাল মিডিয়াই লিখেছেন: ‘গান বাজনাকে ইতি। মেহেরবান রিলিজ হইলে হইলো, না হইলে নাই। কিন্তু যারা আমার পেছনে লাগতেসে, এগুলারে দেখবো আজকের থেকে। বেয়াদব না? ঠিকাছে। সিনিয়র জুনিয়র, সব। আসো খেলি! গোপালীর খেল শুরু। শালা বিএনপি তাই না? দেখি কেমনে টিকিস।’

২০১৯ সালে নোবেল ভারতের জি-বাংলা টিভির রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে নিয়েছিলেন। সেখানে বাংলাদেশের পাশাপাশি ভারতেও তিনি ব্যাপক পরিচিতি পান। রিয়েলিটি শো সেইবার তিনি তৃতীয় হয়েছিলেন। সেই থেকে তার পথচলা শুরু । এখন দেখার বিষয় জল কোন দিকে গড়ায় ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *