ওমরাহ পালন করলেন শাহরুখ

By | January 2, 2023

বলিউড সুপারস্টার শাহরুখ খান নতুন ছবি ‘ডাঙ্কির’ শুটিং সৌদি আরবের জেদ্দায় শেষ করেছেন। এরই ফাঁকে তিনি মক্কায় ওমরাহ পালন করেছেন।

 

‘ডাঙ্কি’ ছবির শুট করতে সম্প্রতি সৌদি আরবে যান শাহরুখ। সেখানকার লোকেশন ও আতিথেয়তা দেখে প্রেমে পড়ে যান তিনি। বুধবার (৩০ নভেম্বর) এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন কিং খান।

 

ক্যাপশনে শাহরুখ লিখেছেন, শুটিং শিডিউল শেষ করার চেয়ে শান্তির আর কিছুই নেই। এই যেমন সৌদিতে ডাঙ্কির শুট শেষ হলো। আমাদের এমন অপরূপ লোকেশন ও আতিথেয়তা দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি রাজু স্যার এবং টিমের সব সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।

 

দীর্ঘদিন ধরে শাহরুখের ওমরাহ পালন করা দেখতে চান ভক্তরা। ভক্তদের  ‘ডাঙ্কির’ মোড়ক সম্পর্কে তথ্য জানানোর জন্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। সঙ্গে সঙ্গে অনুসারীরা তাকে ওমরাহ করার পরামর্শ দেন। কারণ পবিত্র শহর মক্কা থেকে মাত্র কয়েক ঘণ্টা দূরে ছিলেন বলিউড বাদশাহ।

 

শাহরুখের এক ভক্ত লিখেছেন, আপনার ওমরাহ পালন দেখে সত্যিই আমি অনেক খুশি। এটা আমার হৃদয়ে ছুঁয়েছে। আল্লাহ আপনার ইবাদাত কবুল করুন। আমিন।  

 

টুইটারে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে ওমরাহ পালনের জন্য নির্দিষ্ট পোশাক পরেছেন শাহরুখ। কোভিড পরিস্থিতির জন্য মাস্কও পরেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *