আড্ডা দ্য মিটিং অনন্ত-বর্ষা

By | July 6, 2022

বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ভিন্নধর্মী ঈদ আয়োজনে একান্ত আড্ডা দিয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। ‘আড্ডা দ্য মিটিং অনন্ত-বর্ষা’ অনুষ্ঠানটির শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে রাজধানীর লা মেরিডিয়ান হোটেল-এর রুফটফ সুইমিং পুলের পাশে। অনুষ্ঠানে অনন্ত জলিল ও বর্ষা দুজনই উপস্থাপক আবার দু’জনই অতিথি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গুলশান হাবিব রাজীব। ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ।’ এই ডায়লগের পেছনের গল্প, মানুষের বিপদে আপদে সব সময় এগিয়ে আসার প্রেরণা, রাজনীতি করার ইচ্ছা। তাদের সিনেমাগুলোর নাম বাংলা ও ইংরেজির শব্দ মিলিয়ে কেন হয়? এসব বিষয় অনুষ্ঠানে উঠে এসেছে। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের আগের দিন বিকেল ৫টা ১৫মিনিটে।

এই অনুষ্ঠান সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘ভিন্নভাবে দর্শকের সামনে তাদের কাজ এবং ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। দীর্ঘ আট বছর পর অনন্ত জলিল ও বর্ষার সিনেমা পর্দায় আসছে। ভিনদেশি অভিনয়শিল্পীদের সঙ্গে এবং দেশের বাইরে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন তারা। এই জুটির ঈদের ছবিসহ তাদের তারকা হওয়া ও আনন্দ-বেদনাসহ নানান গল্প দর্শক জানতে পারবেন এই অনুষ্ঠানে। আশা করি দর্শকদের ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *