শুটিং থেকে হাসপাতালে অভিনেত্রী অহনা

By | June 28, 2022

ছোট-পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি প্রতিঘণ্টা ডটকমকে নিশ্চিত করেছেন অহনা রহমান নিজেই।

মঙ্গলবার (২৮ জুন) সকালে রাজধানীর গুলশানে ঈদের বিশেষ একটি এক ঘণ্টার নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন অহনা রহমান। কিন্তু শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন।

অহনা রহমান বলেন, ‘সকাল থেকে আমরা শুটিং করছিলাম। হঠাৎ এলার্জি বেড়ে যাওয়ায় শরীর ফুলে গেছে।মেক-আপ নিতে পারছি না। খুব অস্থির লাগছে। তাই হাসপাতালে ভর্তি হয়েছি।

উল্লেখ্য,অহনা রহমান আজকে ঈদের বিশেষ নাটকে কাজ করছিলেন। এটি নির্দেশনা দিচ্ছেন আজিজুল হাকিম, এস এ হক অলিক।এতে আরও অভিনয় করেছেন ডলি জহুর,আব্দুল্ল আল মামুন,তানিয়া আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *