মানবপাচার মামলায় কণ্ঠশিল্পী ইভা হাইকোর্টে

By | June 28, 2022

মানবপাচারের অভিযোগে রাজধানীর গুলশান থানায় দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সংগীতশিল্পী ইভা আরমান (ইভা রহমান)।

আজ (২৮ জুন) বিকেল সাড়ে ৩টায় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হবে।

ইভার পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন ও ব্যারিস্টার অর্পণ চক্রবর্তী।

ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন বলেন, সম্প্রতি গুলশান থানায় ইভা আরমানের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়। এ মামলার জামিন শুনানিতে আজ তিনি হাজির হবেন।

উল্লেখ্য,বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বদৌলতে গায়িকা হয়ে উঠেন ইভা রহমান।

মাহফুজুর রহমানের সঙ্গে বেশ অনেক আগেই তার ছাড়াছাড়ি হয়ে গেছে।

ইভা জানান, গত ১৯ সেপ্টেম্বর রাজধানী ঢাকার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তার। তার স্বামীর নাম সোহেল আরমান। তিনি একজন ব্যবসায়ী ও ঢাকারই ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *