সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনা আক্রান্ত, বিচারকাজ স্থবির

By | June 27, 2022

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (২৭ জুন) আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

 

প্রধান বিচারপতি বলেন, ১২ জন বিচারপতি করোনা আক্রান্ত হওয়ায় কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে। এক্ষেত্রে সব আইনজীবীর সহযোগিতার আহ্বান জানান তিনি।

 

আক্রান্ত ১২ বিচারপতির মধ্যে রয়েছেন- আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি ইকবাল কবীর।

 

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার জন্য করোনা পরীক্ষা করলে অনেক বিচারপতির করোনা পজিটিভ রিপোর্ট আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *