আগামীকাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ By Admin - June 26, 2022 FacebookTwitterPinterestWhatsAppTelegram আগামীকাল (২৭ জুন) ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল সাইকেল চলাচল করতে পারবে না। আজ (২৬ জুন) রাতে সেতু বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।