এবার ফ্রান্সে মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার শান

By | June 4, 2022

গত ঈদুল ফিতরে বাংলাদেশ ও মালয়েশিয়াতে একযোগে মুক্তি পেয়েছিলো পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে শিল্প সাহিত্যের দেশ ফ্রান্সে। শুক্রবার (২৭ মে) থেকে ফ্রান্সের প্যারিস শহরের গোমো সেন্ট ড্যানি ও পাথে লা ভিলেত হলে সিনেমাটি প্রদশির্ত হবে।

 

সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। ফ্রান্সে সিনেমাটি ডিস্টিবিউশন করছে দেসি এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার রাব্বানী খান বলেন, “আমরা আপাতত প্যারিস শহরতলীর দুটি থিয়েটারে মুক্তি দিচ্ছি সিনেমাটি। পরের সপ্তাহে তুলুজে রিলিজের সম্ভাবনা আছে। দুটি হলে প্রথম সপ্তাহে ১৮টি শো দেখানো হবে। দর্শকদের রেসপন্স বাড়লে পরবর্তীতে শো আরও বাড়ানো হবে।”

 

‘শান’ সিনেমাতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে অভিনয় করছেন পূজা চেরি। মুক্তির প্রথম দিন থেকেই রাজধানীতে বেশ সাড়া ফেলে সিনেমাটি। এতে সিয়াম আহমেদ ও পূজা চেরি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *