শাকিব-পূজার ‘গলুই’ দেখলেন ঢাকাস্থ ৮৭ ব্যাচের দু’শতাধিক শিক্ষার্থী

By | May 22, 2022

মুক্তির তৃতীয় সপ্তাহে ২৮টি হলে চলছে বহুল আলোচিত সিনেমা ‘গলুই’। গত ৩ মে ঈদ-উল-ফিতরে  মুক্তি পেয়েছে এস এ হক অলিক পরিচালিত শাকিব খান ও পূজা চেরী অভিনীত প্রথম চলচ্চিত্র ‘গলুই’।

বর্তমানে মাত্র ৫০টি হল খোলা। এরমধ্যে তৃতীয় সপ্তাহে এসে ২৮টি সিনেমা হলে ‘গলুই’ প্রদর্শিত,যা মন্দার বাজারে সুসংবাদই বটে।

এদিকে, আজ (২১ মে) সন্ধ্যায় ঢাকাস্থ ‘এসএসসি ব্যাচ-১৯৮৭’ গ্রুপের দুই শতাধিক শিক্ষার্থী  রাজধানীর পান্থপথের স্টার সিনেপ্লেক্সে শাকিব খান-পূজা চেরী’র ‘গলুই’ ছবিটি উপভোগ করলেন।শিক্ষার্থীদের সঙ্গে পুরো সিনেমাটি উপভোগ করেন নায়িকা পূজা-পরিচালক এস এ হক অলিকও। যা বাংলা চলচ্চিত্রে নতুন এক ইতিহাসে সৃষ্টি করল।পাশাপাশি শিক্ষার্থীরা ছবিটি দেখে শাকিব-পূজার অভিনয়ের ভূয়সী প্রশংসাও করেছেন।

আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ ও পিরিওডিক্যাল রোমান্টিক গল্পের ছবি ‘গলুই’।এতে শাকিব-পূজা জুটির অভিনয়ের কারুকাজে মাতিয়ে রেখেছেন দর্শক, যার ফলস্বরূপ গলুই পেয়েছে ঈদের সেরা ছবির তকমা।

গলুই উপভোগ করে হল থেকে বেরিয়ে ইশতিয়াক আহমেদ নামে এক শিক্ষার্থী প্রতিঘণ্টা ডটকম বলেন,‘শাকিব খানের অভিনয় আমার অনেক ভালো লাগে। গলুইয়ে তার অনবদ্য অভিনয় আমাকে মুগ্ধ করেছে। আরেকটি কথা না বললেই নয়,নায়িকা পূজাও দারুণ অভিনয় করেছেন। শব্দ, লোকেশন, শিল্প নির্দেশনায় প্রতিটি বিভাগই আলাদা করে প্রশংসার দাবীদার।”

শরিফুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন,‘গলুই দেখার পর আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে আছি। এক কথায় আমি ভীষণ মুগ্ধ। যে কারণে অনেক কিছুই বলার ইচ্ছে থাকলেও গলুইয়ের ঘোর না কাটা পর্যন্ত বিশেষ কিছুই যেন আর বলতে পারছিনা।”

২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত ‘গলুই’ সিনেমার সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু।এতে  শাকিব-পূজা ছাড়াও অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *