যার জন্য ২৪ বছরের সংসার ভাঙল সোহেল-সীমার

By | May 16, 2022

২৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন বলিউড তারকা সোহেল খান ও সীমা খান। কিছুদিন আগেই দুজকে একসঙ্গে মুম্বাইয়ের বান্দ্রা কোর্টের বাইরে দেখা যায়। এক বলিউড অভিনেত্রীর সঙ্গে কিছুদিন আগেই নাম জড়ায় সোহেল খানের। প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায় মুম্বাইয়ের বিভিন্ন জায়গায়।  

 

সোহেল খান ও সীমা খানের সম্পর্ক বিয়ে হয় ১৯৯৮ সালে। মুসলিম মতে বিয়ের আগে আর্য সমাজ মন্দিরে বিয়ে করেন সোহেল ও সীমা। এ বিয়েতে সীমার পরিবার খুশি না হলেও পরবর্তীকালে সোহেল ও সীমার সম্পর্ক মেনে নেয় পরিবার।

 

বিয়ের বহু বছর পর হঠাৎ করেই বলিউড অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে জড়িয়ে যায় সোহেল খানের নাম। সোহেল ও হুমা কুরেশির সম্পর্কের খবর বলিউডে চাঞ্চল্য সৃষ্টি করে। 

 

জানা যায়, এ সম্পর্কের খবর জানার পরেই সীমা খানের সঙ্গে সোহেলের সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরেই সোহেলের সঙ্গে থাকছিলেন না সীমা খান।

 

নেটফ্লিক্সের অনুষ্ঠান ‌ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভসে সোহেল ও সীমার সম্পর্কের বিষয়ে বিভিন্ন কথা সামনে আসে। এ অনুষ্ঠানে জানা যায়, সোহেল ও সীমা আলাদা থাকেন। সীমা আরও জানিয়েছিলেন, তার ও সোহেলের বিয়ে একটু অন্যরকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *