টিকার আওতায় এনে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলো

By | March 15, 2022

আজ থেকে  আজ থেকে শ্রেণিকক্ষে পুরোদমে পাঠদান শুরু হলো। এর মাধ্যমে দুই বছর পর প্রাক-প্রাথমিকেও শ্রেণিকক্ষে ক্লাস শুরু হলো।করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় শ্রেণিকক্ষে পুরোদমে পাঠদান শুরু করল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। 

এর আগে সোমবার (১৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা এতদিন ক্লাস শুরু করতে পারিনি। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা কোনো চাপে থাকুক তা আমরা চাই না। তাদের পাঠ মনোযোগের সঙ্গে হওয়া ও আনন্দদায়ক হওয়ার জন্য আমরা কাজ করছি। নতুন কারিকুলামের আলোকে পড়তে পারলে শিক্ষার্থীদের কোচিংয়ে যাওয়া লাগবে না।

মাধ্যমিকে পাঠদান হবে সংক্ষিপ্ত সিলেবাসে এবং এ সিলেবাসের আলোকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *