‘দামে কম মানে ভালো বাংলা সিনেমা’

Airin Sultana

‘দামে কম মানে ভালো, কাকলী ফার্নিচার’ এই স্লোগানটি শোনেননি এমন মানুষ, বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কর। শুধু তাই নয়, দেশের সীমানা পেরিয়ে এই স্লোগানটি এখন ভারতের পশ্চিমবঙ্গের মানুষের মুখে মুখে। ট্যাগলাইন সংযুক্ত বিজ্ঞাপনের স্লোগানটি রীতিমত ঝড় তুলেছে নেট দুনিয়ায়।

এবার এই স্লোগানটি যুক্ত করা হয়েছে বাংলা সিনেমার সঙ্গে। আর এই কাজটি করেছেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী আইরিন সুলতানা।

Airin Sultana Facebook Status - দামে কম মানে ভালো বাংলা সিনেমাঅভিনেত্রীর ভাষ্যমতে, আমাদের দেশের সিনেমা খুবই কম বাজেটে নির্মাণ করা হয়। আমাদের মধ্যে অনেকেই হলিউড-বলিউডের সিনেমার সঙ্গে তুলনা করে দেশীয় সিনেমাকে তুলনা করে নাক সিঁটকাই। এটা একেবারেই উচিৎ নয়। কম বাজেট হিসেবে আমাদের সিনেমা ভালো হচ্ছে। তাই আমি বলছি- দামে কম মানে ভালো বাংলা সিনেমা।

আইরিন সুলতানা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নিজের একটি ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন: ‘দামে কম মানে ভালো বাংলা সিনেমা…।’

‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমাটির মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন আইরিন সুলতানা। এরপর ‘এক পৃথিবী প্রেম’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘ইউটার্ন’, ‘মায়াবীনি’, ‘পদ্মার ভালোবাসা’সহ আরো বেশ কয়েকটি সিনেমায় কাজ করেন। চলচ্চিত্রের পাশাপাশি আইরিন সুলতানা বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *