‘আমার দেখা বঙ্গবন্ধু’ নিয়ে সামছুল আলম সাদ্দাম

By | March 14, 2022

বঙ্গবন্ধু ঘনিষ্ঠ সহচরদের প্রায় ১০০ জনের সাক্ষাৎকার এবং বঙ্গবন্ধুর সাথে কাটানো মধুর মূহুর্তগুলো নিয়ে ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি

সামছুল আলম সাদ্দামের সম্পাদনায় এবারের বই মেলায় আসছে ‘আমার দেখা বঙ্গবন্ধু’।

বঙ্গবন্ধুর যাপিত জীবনের নানা স্মৃতি, পরিকল্পনা এবং দেশ বিনির্মাণে অসম সাহসিকতার চিত্র অঙ্কিত হয়েছে বইটির পরতে পরতে।   

বইটি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের দুর্লভ কিছু স্মৃতি এবং  অজানা অজস্র তথ্য দিয়ে সাজানো হয়েছে।

সামছুল আলম সাদ্দামের লেখালেখির অভ্যাস ছোটবেলা থেকেই। একাধিক জাতীয় দৈনিকে তার গল্প, গান এবং কবিতা প্রকাশিত হয়েছে। 

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার লক্ষী পদুয়া গ্রামে জন্ম গ্রহণ করেন সাদ্দাম। পরবর্তীতে আইন বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ করেন তিনি।

নতুন এ বই নিয়ে সামছুল আলম সাদ্দাম বলেন, আমি আশা করি এ বইয়ের মধ্য দিয়ে এই প্রজন্ম বঙ্গবন্ধুকে নতুন করে চিনতে পারবে। 

বাংলাদেশ বির্নিমানের এই মূল কারিগরের সম্পর্কে বিস্তারিত জেনে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে আমাদের তরুণরা।

পাশাপাশি জাতির জনকের জীবন দর্শনের উপর গবেষণায় সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।

সামছুল আলম সাদ্দাম সাংবাদিকতায় ২০০১১ সালে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি থেকে বিশেষ সম্মাননায় ভূষিত হন।  

২০১৪ সালে সাংবাদিকতায় মাদার তেরেসা এ্যাওয়ার্ড পান তিনি।এছাড়া সাপ্তাহিক আলোর দিশারী পত্রিকা থেকে বর্ষসেরা সাংবাদিকতায় আলোর দিশারী এ্যাওয়াড ২০১৯ এবং ২০২০ এ অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *