
শাহরুখ, সালমান ও আমির খানকে ছাড়িয়ে পারিশ্রমিক এর দিক দিয়ে সবার উপরে ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস। এই তারকা তামিল, তেলেগু, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশসহ সব জায়গাতেই নিজের ছাপ রেখেছেন। পুরো নাম ভেনকাটা সত্যনারায়ন প্রভাস রাজু।
এক কথায় বলা যায়, সিনেমা জগতে নতুন মাইল স্টোন তৈরি করেছেন এই ইন্ডিয়ান তারকা।
প্রভাস ৩০ টার বেশী সিনেমাতে অভিনয় করেছেন তবে মূলত এক ‘বাহুবলী’ সিনেমার পর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ভারতের গণ্ডি পেরিয়ে তিনি পরিচিতি পেয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে।
এবার পারিশ্রমিক এর দিক দিয়ে বলিউডের বাঘা বাঘা অভিনেতাকে পেছনে ফেললেন প্রভাস। এখন তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতার কাতারে প্রথম, যেই স্থানটা এতদিন শাহরুখ, সালমান ও আমির খান ধরেছিল।
এই মুহূর্তে তার ঝুলিতে রয়েছে হাফ ডজনের মতো ছবি। তার মধ্যে আছে ‘রাধে শ্যাম’, ‘আদিপুরুষ’, ‘সালার’, ‘প্রজেক্ট কে’ ও ‘স্পিরিট’।
তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, কেরালা, মুম্বাইসহ পুরো ভারতজুড়েই বাড়ছে তার ভক্তের সংখ্যা।
বলিউড হাঙ্গামার তথ্য মতে, এই মুহূর্তে তার হাতে থাকা বেশিরভাগ সিনেমার প্রযোজকই বলিউড প্রযোজক ভূষণ কুমার।
এই প্রযোজকেরই কাছের একটি সূত্রে থেকে জানা গেছে নতুন করে তার পারিশ্রমিক বাড়ানোর তথ্য।