
করোনাকালের মধ্যেই বলিউডের তারকারা একের পর এক নতুন সম্পত্তি কিনাই মেতেছেন। কিছুদিন আগে বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন নতুন ফ্ল্যাট কিনেছেন। ভালো আলোড়োন তুলেছিলো সেই খবরটি। এবার খবর রটেছে বলিউডের আরেক প্রভাবশালী নায়ক অজয় দেবগন এক বিলাসবহুল বাংলো কিনেছেন।
অজয় দেবগন এর এই নতুন বাংলোটি জুহু এলাকায়। এই নতুন বাংলোটি কিনতে অজয় দেবগনকে গুনতে হয়েছে ৬০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকা। জুহুতে তাঁর আরো একটি বাংলো আছে।
জানা গেছে, অভিনেত্রী কাজল ও অজয়ের নতুন বাংলোটি ৫ হাজার ৩১০ স্কয়ারফিটের।

যুগ ও নিশার সঙ্গে কাজল-অজয় দেবগন
অজয়-কাজলের নতুন বাংলোটি পুরোনো বাংলোর কাছাকাছি। বিটাউনের এই দম্পতি এখন মুম্বইয়ে জুহুর কাপোলে কো-অপারেটিভ হাউসিং সোসাইটি লিমিটেডের ‘শক্তি’ বাংলোতে ২ ছেলেমেয়ে নিয়ে সপরিবারে থাকেন। নতুন এই বাংলোটি অজয় দেবগন ও তাঁর মা বীণা, দুই জনের নামে কেনা হয়েছে। অজয় দেবগন যে এলাকায় নতুন বাংলোটি নিয়েছেন, ঠিক তার পাশেই বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, হৃতিক রোশন ও ধর্মেন্দ্রর বাংলো।
গত এক বছর ধরে অজয়-কাজল জুহুতে নতুন একটি বাসা কেনার পরিকল্পনা করছিলেন। এবং গত বছর ডিসেম্বরে নাকি অজয় নতুন এই সম্পত্তিটি চূড়ান্তও করেছিলেন। রিয়েল এস্টেটের কিছু বিশেষজ্ঞের মতে, এই বাংলোটির দাম ৭০ কোটি রুপির বেশি হবে।
করোনার কারনে রিয়েল এস্টেটে এখন ব্যাপক মন্দা চলতেছে। এই জন্য বাংলোটি কিনতে ভালোই ছাড় পেয়েছেন বলে বিশেষজ্ঞের ধারণা। এছাড়া মহামারির জন্য মহারাষ্ট্র সরকারও নিবন্ধনের ওপর ভালো ছাড় দিচ্ছেন। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছেন অজয় দেবগন। জানা গেছে, দেবগন পরিবার ইতিমধ্যেই বাংলোর মালিকানা বুঝে নিয়েছেন। বাংলোটিতে এখন মেরামতের কাজ চলছে।
বলিউডের আরো অনেক প্রভাবশালী ব্যক্তি এই করোনাকালে বেশ কিছু সম্প্রতি কিনেছেন বলে খব্র রটেছে। তাদের মধ্যে, ২০ কোটি রুপি দিয়ে অর্জুন কাপুর একটি ফ্ল্যাট কিনেছেন এবং এই ফ্ল্যাটটি তাঁর প্রেমিকা মালাইকার বিল্ডিংয়ে। এছাড়া ৩১ কোটি রুপি দিয়ে অমিতাভ বচ্চন একটি ডুপ্লেক্স কিনেছেন এমন খবর পাওয়া গিয়েছে।